Saturday, March 9, 2013

গবেষণা : জগিংয়ে আয়ু বাড়ে!


যারা দীর্ঘায়ু লাভ করতে চান তাদের জন্য একটি বিশেষ সুখবর! আর তা হলো নিয়মিত জগিং করা এতেই নাকি বাড়বে আপনার আয়ু! এমনই আভাস দিলেন একদল গবেষকতারা ভুল প্রমাণ করেছেন জগিং নিয়ে আগে করা গবেষণার নানা তথ্যকেগবেষণার ফলাফলে তারা জানান, সপ্তাহে প্রতিদিন এক ঘণ্টা ব্যায়াম আপনার আয়ু বাড়িয়ে দেবে ৬ বছরনারীদের ক্ষেত্রে সাড়ে ৫ বছরকি বিশ্বাস হচ্ছে না! আরও আছে, নিয়মিত জগিংয়ে আপনার মৃত্যুঝুঁকিও কমবে ৪৪ শতাংশখবর মেইল অনলাইনের

কোপেনহেগেন সিটি হার্ট পরিচালিত ওই জরিপে প্রায় ২০ হাজার নারী-পুরুষ অংশ নেনযাদের বয়স ছিল ২০ থেকে ৯৯ বছরের মধ্যেগবেষণায় ব্যায়াম ও জগিং নিয়ে আগের করা সাড়ে ৭০০ গবেষণার ফল মূল্যায়ন করা হয়গবেষকরা তাদের ফলাফলে দেখান জগিংয়ে স্বাস্থ্যের বহুমুখী উপকার হয়নিয়মিত জগিংয়ে দেহে অক্সিজেন গ্রহণের উন্নতি ঘটেএতে রক্তচাপ নিয়ন্ত্রণে থাকেশরীরের স্থূলতা বৃদ্ধি রোধ হয়হৃিপণ্ডের কর্মক্ষমতা বাড়ায় এবং মানসিক প্রশান্তি লাভে সহায়তা করে সর্বোপরি আপনাকে সুস্থ ও নীরোগ রাখতে সহায়তা করেতো আর দেরি কেন! নিয়মিত জগিং করার কাজটি দ্রুতই সেরে ফেলুনআর হ্যাঁ বয়স একটু বেশি হলে সাবধানতা অবলম্বন করুন
m~Î: Avgvi †`k

No comments:

Post a Comment