Thursday, March 14, 2013

শিশুর কানব্যথা যখন ঝুঁকিপূর্ণ


হঠাত্ কানব্যথাতবে একটু সর্দি-কাশি ২/৩ দিন ধরেই ছিলহঠাত্ কানব্যথার এই সমস্যা প্রথম থেকেই তীব্র হতে পারে কিংবা প্রথমে অল্প হয়ে ক্রমে বাড়তে পারেঅনেক শিশু-কিশোরেরই এ রকম অবস্থা দেখা দেয়কানব্যথার এই সমস্যা আক্রান্তের জন্য ঝুঁকিপূর্ণ হতে পারে বলে এটিকে মেডিকেল ইমারজেন্সি বা জরুরি চিকিত্সাযোগ্য রোগ হিসেবে বিবেচনা করা হয়কানের এই জরুরি সমস্যার- মধ্যকর্ণের তীব্র চিকিত্সাবিজ্ঞানের পরিভাষায় এর নাম একিউট সাপোরেটিভ ওটাইটিস মিডিয়া
সাধারণভাবে শিশুরা এই সমস্যায় বেশি আক্রান্ত হয়ে থাকেবার বার ঊর্ধ্বশ্বাসনালীর প্রদাহই হচ্ছে এই ইনফেকশনের অন্যতম কারণ

অধিকাংশ ক্ষেত্রেই ঊর্ধ্বশ্বাসনালীর এই ইনফেকশন ভাইরাসজনিত সংক্রমণের জন্যই হয়ে থাকেযেসব শিশুরা ঘনঘন সর্দিকাশিতে ভোগে এবং টনসিল এবং এডিনয়েড (নাসা গলবিল বা ন্যাসোফ্যারিংস এর টনসিল) এর সমস্যা রয়েছে তাদের মধ্যেই এর প্রকোপ বেশিএই সমস্যায় মধ্যকর্ণের সঙ্গে ঊর্ধ্বশ্বাসনালীর যোগাযোগ রক্ষাকারী একটি নালী হয়ে ইনফেকশন কানে পৌঁছে যায় কিংবা নালিটি বন্ধ হয়ে পর্যায়ক্রমে মধ্যকর্ণে প্রদাহের সৃষ্টি হয়শিশুদের ক্ষেত্রে মধ্যকর্ণের সঙ্গে ঊর্ধ্বশ্বাসনালির যোগাযোগ রক্ষাকারী সেই নালিটি দৈর্ঘ্যে কিছুটা ছোট ও মোটা থাকে এবং এর অবস্থান কিছুটা সমান্তরালফলে ঊর্ধ্বশ্বাসনালির কোনো ইনফেকশন সহজেই প্রবেশ করতে পারে মধ্যকর্ণেএকইসঙ্গে শিশুদের মধ্যকর্ণের এই ইনফেকশন ছোট্ট শিশুকে একদম চিত্ করে শুইয়ে দুধ কিংবা অন্য কোনো তরল খাওয়ানোর কারণেও হতে পারেচিত্ করে খাওয়ানোর কারণে তরল খাবার কিংবা দুধ শিশুর মুখ দিয়ে সহজেই সেই নালি হয়ে মধ্যকর্ণে ঢুকে পড়তে পারে
মধ্যকর্ণের ইনফেকশন তীব্র হওয়ার কারণ হলো প্রায় শতকরা ৮০ ভাগ ক্ষেত্রেই এর জীবাণু বা ব্যাকটেরিয়ার একটা সম্পৃক্ততা থাকেব্যাকটেরিয়াজনিত ইনফেকশন হয়ে কানের মধ্যে পুঁজের সৃষ্টি হয়
মধ্যকর্ণের এই ইনফেকশন হঠাত্ করেই দেখা দেয়তীব্র কানব্যথা দিয়েও শুরু হতে পারেআবার হালকা কানব্যথা দিয়েও শুরু হতে পারেঅধিকাংশ ক্ষেত্রেই কান দিয়ে কোনো কিছু বের হয় নাঅর্থাত্ কান দিয়ে পুঁজ পানি কিংবা ময়লা কোনো কিছুই বের হয় নাএই ধরনের সমস্যায় অনেক বাবা-মাকেই বলতে শোনা যায়, কাল সারারাত ব্যথা বাচ্চা একদম ঘুমাতে পারেনিকিন্তু রাতের পর সকাল বেলা ব্যথা কমে যায় না
মধ্যকর্ণের তীব্র প্রদাহের উপসর্গ ও লক্ষণগুলো নির্ভর করে রোগটি কোন পর্যায়ে আছে তার ওপরএকদম প্রথম অবস্থায় যখন ইউস্টেসিয়ান টিউবটি বন্ধ হয়ে যায় তখন কানে কম শোনা এবং কানব্যথা এই দুটি উপসর্গই অনুভব করা যায়যদি ইউস্টেসিয়ান টিউবটি বেশি সময় ধরে বন্ধ থাকে তখন মধ্যকর্ণে ব্যাকটেরিয়ার অনুপ্রবেশ ঘটেফলে বেড়ে যায় কানব্যথাকান টনটন করে ব্যথা করে, জ্বর থাকতে পারেকানের মধ্যে পুঁজ হওযার কারণে কানের পর্দাটি ফুটো হয়ে যেতে পারে পর্দা ফুটো হয়ে গেলে পর কান দিয়ে পুঁজ কিংবা পানির মতো কিছু গড়িয়ে বেরিয়ে আসেঅনেক সময় এই কান দিয়ে বেরিয়ে আসা পুঁজ-পানি রক্তমিশ্রিত থাকতে পারে কান দিয়ে পুঁজ-পানি বেরিয়ে আসার পর কানের ব্যথা দ্রুত কমে যায়সেইসঙ্গে কমে যায় জ্বরওশিশুর মধ্যে একধরনের স্বস্তি ফিরে আসেমধ্যকর্ণের এই ইনফেকশন ধারাবাহিক এই পরিণতিতে না যেয়ে মারাত্মক আকার ধারণ করে জটিলতার উপসর্গ নিয়ে আবির্ভূত হতে পারেজটিলতার কারণে মধ্যকর্ণের বাইরের হাড়ে ইনফেকশন ছড়িয়ে যেতে পারেহাড়ের মধ্যে পুঁজ জমতে পারেএই পুঁজের কারণে কানের পেছনের অংশ ব্যথাযুক্ত হয়ে ফুলে উঠতে পারেমধ্যকর্ণের হাড়ের মধ্য দিয়ে বয়ে যাওয়া ফেসিয়াল নার্ভটি ওপর পুেঁজর চাপের কারণে নার্ভটির কার্যক্ষমতা কিছুটা দুর্বল হয়ে যেতে পারে, তখন নার্ভ দুর্বলতার উপসর্গ হিসেবে মুখ বেঁকে যেতে পারে, চোখের পাতা কিছুটা অসাড় হয়ে চোখের ওপর আধবোজা অবস্থায় পড়ে থাকতে পারেএছাড়া অনেক মারাত্মক ধরনের উপসর্গ দেখা দিতে পারে জটিলতার জন্য
ব্যথার শুরুতে অনেকেই শিশুকে প্যারাসিটামল কিংবা অন্যান্য ব্যথানাশক ওষুধ দিয়ে থাকেনএতে ব্যথা হয়তো কিছুটা কমে যায় তাই সকালবেলা ব্যথা একটু কম অনুভূত হয়তবে কানে এ ধরনের কোনো ব্যথা হলে যত তাড়াতাড়ি সম্ভব একজন নাক কান গলা বিশেষজ্ঞের পরামর্শ নেয়া উচিতকারণ কান পর্যবেক্ষণ না করে এই রোগটি নির্ণয় করা সম্ভব নয় এবং পরামর্শ গ্রহণে দেরি হলে ততক্ষণে মধ্যকর্ণের ইনফেকশন তীব্রতর হয়ে কানের পর্দাকে ছিদ্র করে দিতে পারেএ ক্ষেত্রে ঝুঁকি নেয়ার পরিণামে কানের পর্দাটি ছিদ্র হয়ে যেতে পারেযদিও সঠিক সময়ের চিকিত্সায় কানের পর্দার সেই ছিদ্র সেরে ওঠে বা জোড়া লেগে যায় কিন্তু অনেক ক্ষেত্রে পর্দার ছিদ্রটি স্থায়ীভাবে রয়ে যেতে পারেএবং এক পর্যায়ে শিশুটি দীর্ঘমেয়াদি কানপাকা রোগীতে পরিণত হয়সুতরাং যাবতীয় জটিলতা এড়াতে যত তাড়াতাড়ি সম্ভব চিকিত্সা শুরু করতে হবে এবং এর কারণ খুঁজে বের করে সেটির ও স্থায়ী চিকিত্সা করতে হবে
m~Î: Avgvi †`k

No comments:

Post a Comment