Thursday, March 14, 2013

শিশুর অটিজম নিয়ে কিছু কথা



অটিজম হচ্ছে শিশুর সামাজিক ও বাচনিক বিকাশনের এক চরম প্রতিবন্ধকতা এক্ষেত্রে শিশুর দৈহিক বিকাশ সাধারণত স্বাভাবিক থাকে, কিন্তু তার সামাজিক ও বাচনিক বৃদ্ধি চরমভাবে অবিকশিত থাকেঅটিজম সাধারণত জন্মের পর আড়াই থেকে তিন বছর বয়সের মধ্যেই বোঝা যায় অটিজম কোনো মানসিক রোগ নয়
অটিজমে আক্রান্ত শিশু এবং বয়স্কদের মাঝে নিচের সমস্যাগুলো দেখা যায় :
মৌখিক এবং অ-মৌখিক যোগাযোগ স্থাপনের অপারগতা

বাবা-মা, ভাই-বোন ও অন্যান্যদের সঙ্গে সামাজিক আদান-প্রদানে অনীহা
সঠিকভাবে খেলাধুলা, বিশেষ করে কাল্পনিক খেলায় অপারগতা
অনেক সময় নিম্নলিখিত সমস্যাগুলোও দেখা যেতে পারে
মনোযোগের সমস্যা
বার বার শরীরের কোনো কোনো অঙ্গ-প্রত্যঙ্গের অস্বাভাবিক নাড়াচাড়া
কোনো বিশেষ বস্তুর প্রতি অসাধারণ আসক্তি
নিয়ম বা রুটিনের পরিবর্তনের ঘোর বিরোধিতা
একই কাজ বার বার করার প্রবণতা
শারীরিক বিপদ ও যন্ত্রণার ব্যাপারে আপাতদৃষ্টিতে অসংবেদনশীলতা
ধ্বংসাত্মক, আক্রমণাত্মক বা আত্মঘাতী আচরণ

অটিজম শিশুর লক্ষণগুলো
যদি আপনার শিশু
তার নাম বা ডাকে সাড়া না দেয়
বলতে বা বোঝাতে না পারে সে কি চায়
কথা বলতে দেরি হয়
কোনো কিছু করতে বললে, তা না করে
কোনো কোনো সময় শুনতে পায়, আবার কোনো কোনো সময় শুনতে পায় না বলে মনে হয়
তার চাহিদা আঙুল দিয়ে দেখাতে বা বোঝাতে সক্ষম না হয়, হাত দিয়ে বাই-বাইনা করে
কিছুদিন আগেও বেশ কয়েকটা শব্দ বলতে পারতো, কিন্তু এখন তা না পারা
অন্যদের সঙ্গে হেসে খেলা না করে বা অন্যদের সঙ্গে খেলা করতে না পারে
কেবল একা একা খেলতে পছন্দ করে
একেবারে স্বাধীনভাবে নিজের কাজ নিজে করে
আপনার চোখের দিকে তাকায় না
নিজেকে নিয়েই সারাদিন ব্যস্ত থাকে
অন্যদের ব্যাপারে কোনোই আগ্রহ থাকে না
মাঝে মাঝে অতিরিক্ত রেগে যায়
অস্বাভাবিক বেশি চঞ্চল মনে হয়
খেলনা দিয়ে কীভাবে খেলতে হয় তা জানে না
কোনো বিশেষ কিছু নিয়ে প্রচণ্ড জেদ করে
বার বার শরীরের কোনো কোনো অঙ্গ-প্রত্যঙ্গ অস্বাভাবিকভাবে নাড়াচাড়া করে
কোনো বিশেষ খেলনার প্রতি প্রচণ্ড আকর্ষণ অনুভব করে
বুড়ো আঙুলের ওপর ভর দিয়ে হাঁটে
ওপরে বর্ণিত কোনো সমস্যা আপনার শিশুর থাকলে শিশু বিশেষজ্ঞের সঙ্গে পরামর্শ করুন
m~Î: Avgvi †`k

1 comment:

  1. this is very helpful and article. we can be careful by it www.delicious.com

    ReplyDelete